শালিক পাখির কিচিরমিচির
বন্ধ অনেক দিন,
তাই না দেখে টিয়া পাখি
নাচে তা ধিন ধিন।
থেমে গেছে কচি বাবুই
পাখির সিংহনাদ,
কাণ্ড দেখে শুয়োপোকা
দিচ্ছে অপবাদ!
বলছে হেসে- শালিক-বাবুই
ভয় পেয়েছে খুব,
জনগণের আঁচল তলে
চাইছে দিতে ডুব।
কাকাতুয়া বলল এসে-
বুঝতে পারো নাই?
আসছে তেড়ে কাল বৈশাখি
ওরা নীরব তাই।
ঝড়ের তাণ্ডব বন্ধ হলে
বাড়বে ওদের তেজ,
ভয়তে তখন তোমরা সবাই
গুটাবে ভাই লেজ!
০৭/০৩/২০২৩ ইং