ছোট্ট একটি বালক বলেছিল
আমার বাবা পারে শুধু মায়ের সাথে
খুড়ির পারে না----
আমার বাংলার অনেক কবির অবস্থা তথৈবচ
ধূমায়িত চায়ের কাপের ধোঁয়ার মতো
ওদের মুখ থেকে অনবরত উদগিরণ হয় মানবতাবাদ, নিরপেক্ষবাদের মসীময় ধোঁয়া
বাস্তবে ওদের অবস্থা "শ্যাম রাখি না কুল রাখি"
মাতালের মাতলামি কে ওরা বলে নিপুণ শিল্প
পাগলের পাগলামো কে বলে আনন্দে হোলিখেলা
দরজা বন্ধ করে কেউ বউ পিটালে আঁতকে ওঠে ভয়ে
প্রতিবাদ না করে বাঁচায় নিজেদের পিঠ
দূরে সরে যায় নিরাপদে
আগুনে যখন ঝলসে যায় শহর ওরা বাজায় নীরোর বাঁশি
ওদের ঠোঁটে কুলীন হাসি
আর অন্যদের আঁখিতে জলের রাশি
ওরা আবার মানবতাবাদী!
ওরা সবাই অসীম সাহসী ভিতুর ডিম!
ওরা ভুলে গেছে, "প্রকৃত বীর একবার মরে কাপুরুষেরা মরে বারবার"
আমি সত্যবাদী কবি
ন্যায়ের পথের অগ্রপথিক
অন্যায়-অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর
আমি বিদ্রোহী কবি কাজী নজরুলের শিষ্য
ভেঙে দিয়ে সব অনাচার গড়বো নতুন বিশ্ব
জেগে উঠো সব নতুন কবি অনলবর্ষী হয়ে
ভেঙে দাও সব স্বার্থের দেয়াল কলমের রোষানলে
খড়গ-কৃপাণ হয়ে জ্বলুক মসির অগ্নিবান
ধর্ম-বর্ণ, দেশ-কাল, ভেদ হয়ে যাক খান খান
২৮/১০/২০২১ ইং।