দশবার জিতে একবার হার, এ তো নয় পরাজয়,
আমাদের নেতা পিঠে হাত রেখে দিয়ে গেছে বরাভয়।
জুগিয়ে সাহস বলে গেছে তিনি বিমর্ষ কেন বলো?
নব উদ্যমে বিদ্যুৎ বেগে সামনের দিকে চলো।
হাঁটতে হাঁটতে পড়ে গিয়ে শিশু পুনরায় উঠে হাঁটে,
এই শোক ভুলে শক্তি জুগিয়ে তোমরাও হাঁটো ঠাটে।
তোমাদের হারে যারা সোল্লাসে কটুক্তি করে হেসে,
তারা তো অনেক আগেই গিয়েছে বন্যার জলে ভেসে।
কুয়োর সলিলে বাস করা ভেক সানন্দে ভাবে সিন্ধু,
সত্যিকারের সাগরের কাছে আসলে তো কুয়া বিন্দু।
অনেক মহান সূর বীরদের উত্তরসূরী হয়ে,
ঘাড় গুঁজে মাথা নুয়ে নুয়ে কেন যাচ্ছ তোমরা ক্ষয়ে?
তোমাদের সাথে সারা দেশ আছে সমব্যথী হয়ে আজ,
জেগে ওঠো পুনঃ শিরে পরে নাও নতুন যুদ্ধ সাজ।
২১/১১/২০২৩ ইং
সদ্য সমাপ্ত বিশ্বকাপ ক্রিকেটে আমাদের টিম ১০ ম্যাচ জেতার পর ফাইনালে হেরেছে। এতে অনেকেই কটুক্তি করেছে। আমাদের খেলোয়াড়গণ বেদনায় মুষড়ে পড়েছে। আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দিয়ে, সাহস জুগিয়ে নতুন উদ্যমে চলার পরামর্শ দিয়েছেন। বিষয়টি নিয়ে কৌশিকদা (বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী এবং রবীন্দ্র ভক্ত) আমাকে গতকাল একটি কবিতা লেখার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন। বলা যেতে পারে, এ বিষয়ে একটি কবিতা লেখার জন্য তিনি আমার কাছে জোরালো দাবি রেখেছেন। তার পরিপ্রেক্ষিতে নিচের কবিতাটি উৎসারিত। তাই কবিতাটি কৌশিকদাকে উৎসর্গ করলাম।