জীবনের শেষ লক্ষ্য (চতুষ্পদী - ১)
--জগদীশ চন্দ্র মণ্ডল
জীবনের গতিধারা তটিনীর মত,
শেষের উদ্দেশ্যে ছুটে চলে অবিরত।
নদী মেশে দুর্নিবার সাগরের বুকে,
নিমেষে জীবন যায় মরণেই চুকে।
০১/১০/২০২৩ ইং
পেতে হ'লে দিতে হয় (চতুষ্পদী - ২)
--জগদীশ চন্দ্র মণ্ডল
যার দুঃখ বোঝ না সেবা পেতে চাও, তার কী এমন দায়!?
সযতনে রোজ সেবা দিয়ে যাবে কলুষ মেশানো বায়।
মেঘলা আকাশে সূর্য মলিন ম্যাড় ম্যাড়ে রোদ তার,
ভালবাসা ছাড়া কিছু পেতে গেলে বাড়ায় বেদনা ভার।
০১/১০/২০২৩ ইং