ভালোই তো ছিলে
হঠাৎ তোমার মনাকাশ জুড়ে ধূসর মেঘের পান্ডুলিপি
অনবরত ছুটছে এদিকে-ওদিক
তোমার দুর্বোধ্য ভাবনার কালো ছায়া তাড়িয়ে বেড়াচ্ছে আমাকে
ডুবে যাচ্ছি আটলান্টিকের অতল গভীরে
কূল কিনারাহীন, দিশাহীন
কিছুতেই খুঁজে পাচ্ছি না তোমার মনের হদিশ
জীবন যেন জীবন্ত বিষ
সূর্যের আলোও তাড়াতে পারে না অন্ধকার
মধ্য দুপুরে যেন কালো মেঘের দাপাদাপি
ফুলে ফেঁপে উঠছে দুঃখের ঝাঁপি
অথচ তুমি ভাবলেশহীন, নির্বিকার
আর আমি জল মেপে মেপে হয়রান
কবে ফিরবে তোমার হুঁশ
ধৈর্যের ধবল পালে লেগেছে আগুন
ধোয়াশায় ঢাকা রঙিন ফাগুন
০৮/১১/২০২৩ ইং