এমনি করে চাইনি তোমায়
বিষণ্ণতার চাদর গায়ে,
চাই না তোমার দুঃখগুলো
মরাল হাসুক পায়ে পায়ে।
চাই না তোমার বদনজুড়ে
ভেসে বেড়াক মেঘের ভেলা,
চাই না তোমার কষ্টগুলো
কান্না হয়ে করুক খেলা।
চাই না তোমার চাঁদ বদনে
লেপটে থাকুক কুজ্ঝটিকা,
চাই না তোমার স্বপ্নগুলো
যাক হয়ে যাক মরীচিকা।
আমার চাওয়ায় কী এসে যায়!
তবুও চাই তুমি হাসো,
বানে যেমন সব ভেসে যায়
তেমনি করে দুঃখ নাশো!!
দূর্বা ঘাসের শিশির হাসি
নেচে উঠুক তোমার ঠোঁটে,
রূপের ডালি নিয়ে গোলাপ
ফুল বাগিচায় যেমন ফোটে।
দুঃখ-কষ্ট নেই জীবনে
কোথায় পাবে এমন মানুষ?
জঞ্জাল ভেবে ঝেড়ে ওসব
মনের সুখে উড়াও ফানুস।
৩১/১০/২০২২ ইং