শিশির স্নিগ্ধ হাসি হেসে গিন্নি বলে শোনো,
আসছে আমার মা ও বাবা সঙ্গে আসছে বোনও।
বাজার থেকে আনতে হবে চিনিগুড়া চাউল,
মুড়িঘন্ট খাওয়ার জন্য আনবে মুগের ডাউল।
সরষে ইলিশ আমার বাবার ভীষণ ভালো লাগে,
বড়ো দেখে দুটো ইলিশ কিনবে সবার আগে।
খাসির মাংস ছাড়া বোনের রোচে না তো অন্ন,
পেলে খাসির মাংস তিন্নি হয় যে ভীষণ ধন্য।
গলদা চিংড়ি আনবে কিন্তু খাবো মালাইকারি,
ভাইয়ের জন্য পাঠিয়ে দেবো ভরে খানিক হাঁড়ি।
দই ও মিষ্টি আনার কথা বলতে কি আর হবে!
যে কটা দিন থাকবে ওরা ঘরে ওসব রবে।
মায়ের জন্য আনতে হবে দামি একটা শাড়ি,
নইলে কিন্তু দেবো আমি পাহাড় প্রমাণ আড়ি।
বাবার জন্য ধুতি-গেঞ্জি, দেখতে বোনের ফুর্তি,
আনবে কিনে লেহেঙ্গা আর হরিৎ বর্ণের কুর্তি!
ফর্দ শুনে তারিন বাবু ভিরমি খেয়ে পড়ে,
জোছনা হাসি হাসা গিন্নির নয়নে জল ঝরে।
চোখে-মুখে জল ছিটিয়ে সুস্থ করে খানিক,
গিন্নি শুধায়, কী হয়েছে ওগো আমার মানিক!
তোমার বাবা-মায়ের জন্য কত্ত চিন্তা করো!
দেখলে আমার মা ও বাবা রুদ্রমূর্তি ধরো!
একই অঙ্গে কত যে রূপ দেখে ভাবি আমি!
আমি তোমার কেমন আপন জানেন অন্তর্যামী!!
২০/০১/২০২২ ইং