তুমি এসেছিলে জোছনা মাখানো
সরষে খেতের রূপে,
মিলন রাগিনী বেজেছিল মনে
গন্ধ বিলানো ধূপে।
আলো ঝলমলে তারকারাজির
হুটোপাটি করা রাত,
মায়ার বাঁধনে শিহরণ জাগা
সুখের অশ্রুপাত।
রচেছিলে বুকে ছন্দ মাখানো
শরতের কাশফুল,
নীথর আঁধারে উঠেছিল কেঁপে
কানের হীরক দুল।
স্বচ্ছ আকাশে হঠাৎ মেঘের
আনাগোনা হয় শুরু,
তুমি চলে গেলে! আমার গগনে
ঝঞ্ঝার গুরু! গুরু!!
রোদ চশমার আগল বুঝি বা
খুলেছে লোভের অগ্নি,
এ বুকে বেদনা মথিত সরযূ
তুমি যেন জমদগ্নি।
১৯/০৮/২০২৩ ইং