কেউ নেমেছে কেউ নামেনি- যারা দালাল ধাপ্পাবাজ,
চক্ষু বুঝে আঁচল তলে লুকিয়ে তারা করছে রাজ।
নামিদামি সেলিব্রেটি নিমক খেয়ে আছে চুপ,
মৌমিতাদির ধর্ষণ কাণ্ডে হয়তো তারাও ঝরবে টুপ।

সব বাঙালির মাথার 'পরে যারা ছিল হীরের তাজ,
প্রতিবাদে নেই সে তারা পড়ুক তাদের মাথায় বাজ!
চারিদিকে বাজছে শঙ্খ, বাজছে ডমরু দাবি এই,
অপরাধীর বিচার করো নয় হারাবে তোমরা খেই।

বাংলা মায়ের বক্ষ জুড়ে নিত্য ছলাকলার ঢেউ,
শান্ত বাঙাল ক্ষেপেছে আজ রক্ষা পাবে না রে কেউ।
সময় থাকতে ধর্ষক-খুনির করো ফাঁসির আয়োজন,
নয়তো গণেশ উল্টে যাবে কাঁদবে বসে অনুক্ষণ।

মৌনমুনি থাকলে সেজে ভেবেছ পার পাবে হে,
অর্থ দিয়েই কিনবে বিবেক সবাই কি আর একই রে?
দলবাজি আর ধাপ্পাবাজি করতে দেশের এমন হাল,
মুক্ত বায়ে ধর্ষক-খুনি ওড়ায় তাদের নষ্ট পাল।

বর্বরতার এই যে খেলা বাংলা মায়ের বক্ষে রোজ,
বিচলি খোর আছে যারা চুপটি থেকে করছে ভোজ।
জেগে ওঠো তরুণ সমাজ বক্ষে নিয়ে দাবানল,
অগ্নিদাহে দগ্ধ করো স্বৈরাচারী ছল ও খল!!

২১/০৮/২০২৪ ইং