জেগে ওঠো নারী, শক্ত মুঠোয় ধরো জীবনের হাল,
মায়া-মমতায় ভাঙা তরী 'পরে উড়াও সুখের পাল।
নদীর মতন বয়ে চলা এই জীবনে আসবে বাধা,
তোমাদের ছাড়া একা পুরুষের কঠিন জীবন সাধা।
যুগ যুগ ধরে কঠিন সময়ে পুরুষে দিয়েছো আশা,
শুষ্ক জীবনে বারি সিঞ্চনে যুগিয়েছো ভালোবাসা।
দুষ্ট পুরুষ সমাজ গর্ভে ওত পেতে আছে কিছু,
ওদের কারনে অন্য সবার মাথা হয়ে যায় নিচু।
ওরা ধর্ষক, সমাজের বুকে সংখ্যায় ওরা কম,
ওদের জন্য তোমরাই পারো হতে বিভীষিকা, যম।
দেখো, মানুষের হাতের আঙুল মোটেই সমান নয়,
সমাজেও তেমনি নষ্ট মানুষ আছে কিছু নিশ্চয়।
বীর প্রীতিলতা, ঝাঁসির রানীর মতো কত বীর নারী,
জীবন দিয়েছে যুদ্ধক্ষেত্রে হাতে নিয়ে তরবারি।
শত্রু রক্তে রাঙিয়েছে হাত সাহসে করেছে যুদ্ধ,
নারীর আসন এ জগতে কেউ পারে কি করতে
রুদ্ধ?
এ ধরায় যতো ভালো ভালো কাজ করেনি পুরুষ একা,
ভালোবেসে নারী বাড়িয়েছে হাত আছে ইতিহাসে লেখা।
তোমরা চড়েছ পাহাড় চূড়ায় ভেসেছো সিন্ধু জলে,
কলের জাহাজ চালাও তোমরা মৃত্যুকে পদদলে।
তোমরা কামিনী, তোমরা জননী, তোমরা জায়া ও ভগ্নি,
ভালোবাসা দিয়ে জীবন সাজাও, জ্বালাতে পারো হে অগ্নি!
অভীক সেনানী, হে মমতাময়ী, হোক তোমাদের জয়!
তোমাদের বুকে ভালোবাসা থাক অম্লান অক্ষয়।

০৮/০৩/২০২২ ইং