শিক্ষাগুরুর গলায় জুতোর মালা পরায় যারা,
তারা কি কেউ ছাত্র? নাকি বুনো কচুর চারা?
বয়োবৃদ্ধ শিক্ষকদের গায়ে তোলে হাত,
ছাত্র হতে পারে তারা? বেজন্মা বজ্জাত!!

এসব দেখে যে প্রশাসন চক্ষু মুদে রয়,
পশুর পালক- তারাও পশু জানিবে নিশ্চয়!
পায়ের জুতো মাথায় তুললে তার যা বাড়ে বাড়,
যখন-তখন খাঁমচে ধরে প্রভুর শক্ত ঘাড়!

শিক্ষক, যারা মানুষ গড়ার দীপ্ত কারিগর,
তাদের আঘাত!! খোদার আরশ কাঁপছে থরথর!!
স্বৈরাচারের পতন করে এ কোন স্বৈরাচার?
এখনো যার বোধ জাগেনি জাগবে কবে আর?

এসব দেখে খুশির জোয়ার বইছে যাদের মনে,
খাচ্ছো সুখে পলান্ন ভাত বসে একাসনে--
নিউটনের তৃতীয় সূত্র ভেবে দেখো তারা,
সব আঘাতের সমান আঘাত আসবে নেমে খাড়া!!

০২/০৯/২০২৪ ইং