সম্মুখে হিমাদ্রি সম সফেন সমুদ্র,
সুউচ্চ ঊর্মিমালার উদ্দাম উল্লাস।
যতই দেখাক পেশী ভুজঙ্গের মতো,
পাড়ি দিতে হবে জানি একাকি আমার।
বঙ্গোপসাগর থেকে সিডর-রুমেল,
টাইফুন-সাইক্লোন আসুক না ধেয়ে।
যতক্ষণ দেহে আছে ধিকি ধিকি প্রাণ,
লড়ে যাবো এ উন্মাদ সময়ের সাথে।
না থাকুক পাশে কোন সুজন-স্বজন,
চাই না অরির বেশে কারো আগমন।
সববাধা চূর্ণ করে ফোটাতে ফাগুন,
দাঁতে দাঁত চেপে চেপে লড়ে যাবো হেসে।
অতল সাগর পাড়ি দিতে দিবা যামী,
সুস্থ রেখো দয়াময়! হে জগৎ স্বামী!!
০৫/০৭/২০২৪ ইং