তোমায় নিয়ে যাবো আমি মেঘনা নদীর তীরে,
ডিঙি নৌকায় ভাসবো দুজন নদীর স্বচ্ছ নীরে।
পরিযায়ী পাখির মেলা দেখতে পাবে তুমি,
শীতের মিঠেল রৌদ্র যাবে তোমার কপাল চুমি।
উড়বে তোমার কুন্তল রাশি হাওয়ার তালে তালে,
বিভোর হয়ে দেখবো দীপ্ত সূর্য রশ্মি ভালে।
গোলাপ রাঙা ঠোঁটের হাসি মুক্তো হয়ে জ্বলবে,
তখন তোমার নীরব চোখে হাজার কথা বলবে।
নদীর ঘাটে ঘোমটা দিয়ে আসবে কত নারী,
ইচ্ছে করবে নদীর ঘাটে করতে নতুন বাড়ি।
দেখবে কত জেলে নৌকা রঙিন ছেঁড়া পালে,
হয়তো কিশোর বসে আছে ডিঙি নায়ের হালে।
নদীর বুকে ভেসে বেড়ায় নানা রকম পাখি,
হঠাৎ দেখে জুড়িয়ে যাবে তোমার হরিণ আঁখি।
নদীর চরে কাশের মেলা যেন মেঘের ভেলা,
ইচ্ছে হবে সেথায় সুখে কাটিয়ে দেই বেলা।
২৬/১২/২০২১ ইং