স্বপন মাঝে এসেছিলে জোছনা হয়ে যেই,
মনটা আমার যায় হারিয়ে কোন অজানাতেই।
নিঝুম ঘরে কেবল শুনি
তোমার পায়ের নূপুর ধ্বনি
কেবল খুঁজি চারিদিকে হারিয়ে ফেলে খেই,
মনটা আমার যায় হারিয়ে কোন অজানাতেই।
বিন্দু বিন্দু শারদ শিশির তোমার কথা কয়,
শিউলি ফুলের সুগন্ধ বাস করছে যে ময় ময়।
তারই মাঝে তোমার পায়ের নূপুর বাজে যেই,
মনটা আমার যায় হারিয়ে কোন অজানাতেই।
চতুর্দিকে ঢাকের বাদ্য, বাজে মধুর সুর,
হৃদয় মাঝে বেজে উঠে তোমারি নূপুর।
সামনে এসে দাও না ধরা
আমার বুকে দারুন খরা
অহর্নিশি খুঁজে মরি হারিয়ে ফেলে খেই,
মনটা আমার যায় হারিয়ে কোন অজানাতেই।
২৫/১০/২০২৩ ইং