কারো কথা না শুনে ভাই কেন করো রাগ?
অনুমানে কেন করো যোগ-বিয়োগ-গুন-ভাগ?
অভিমানের পাল্লা যদি হয় কারো খুব ভার,
অপরের মন বোঝার মতো হয় না সময় তার।
অকারণে রাগ করে সে অপরে দেয় দোষ,
ভালোবাসার গোলাপ পথে ছড়ায় খানিক রোষ।
ভুল অভিমান, জেদের বশে কাঁটার জন্ম হয়,
মিথ্যা মেঘের ঘূর্ণিঝড়ে প্রেম হয়ে যায় লয়।
ভালোবাসার আয়নায় দেখো প্রিয়জনের মুখ,
হৃদয় দিয়ে হৃদয় মাপো তবেই পাবে সুখ।
সরল পথেও থাকতে পারে দুষ্ট কাঁটার রোদ,
না বুঝে তাই রাগ করলে ওই স্রষ্টা নিবেন শোধ।
যে ভালো চায় হারিয়ে যাবে চিরতরে সে,
ভালোবাসার চাঁদের প্রদীপ নিভবে নিমেষে!
মনের কোনে বাঁধবে বাসা নদীর ছোট্ট চর,
জোনাকবিহীন আঁধার এসে ঘিরবে মনের ঘর।
মন আকাশে ভিড় করা মেঘ উড়াও দিয়ে ফুঁ,
সূর্য থেকে ছিনিয়ে আনো আলোর প্রতিভূ।
সাচ্চা প্রদীপ জ্বালবে মনের আঁধার বারান্দায়,
উড়িয়ে নেবে মনের ওই মেঘ সজীব-সজল বায়।
০৮/০৪/২০২২ ইং