তোমাকে খুবলে খুবলে খাচ্ছে কিছু ক্ষুধার্ত শকুন
ওরা নির্বোধ গাধার পিঠে সওয়ার
মানবতা, ভালবাসা ওরা ঝলছে খেয়েছে নির্মোহ আগুনে
ছত্রাকের মতো ছড়িয়ে পড়ছে তোমার কোষে কোষে
হে স্বদেশ মাতা! এখনো ঘুমিয়ে আছো তুমি!?
নরমুণ্ডু দিয়ে উল্লাসে ওরা হোলি খেলে তোমার শান্ত বুকে
নিজের অস্তিত্ব বিকিয়ে দিয়ে ওদের পক্ষে সওয়াল করে কিছু নাবালক নিরপেক্ষবাদী
হয়তো মুখোশের আড়ালে ওরাও ওইসব বিবেক বর্জিত হায়নার দাস
ওরা অপরাধের প্রস্রবণে ভেসে ভেসে অপরকে অপরাধী ভাবে
হে স্বদেশ আমার! জননী আমার!
জেগে উঠো--
জ্বালো কালান্তক অগ্নি মশাল
শান্তিপ্রিয় দুর্বল সন্তানের 'পরে হামলে পড়া খুনি, দস্যুর বিরুদ্ধে জাগাও তোমার ঘুমন্ত সত্তাকে
জাগাও তোমার ঘুমন্ত সন্তানদের
ঘুম ভাঙাও অলস-অবোধ-মেরুদণ্ডহীন কুম্ভকর্ণদের
সূর্যতেজে বলিয়ান করো ওদের এবং
তুমি হয়ে ওঠো জলন্ত ভিসুভিয়াস--
০৭/০৭/২০২২ ইং
আজ পবিত্র ঈদুল আজহা। সকল কবি বন্ধুকে জানাই ঈদের আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা।