কার আশে পথ চেয়ে দিন গুজরান?
মহাকাল ডেকে যায় সব শুনশান।
ডুবন্ত তরণি ধরা, কে আছে জোয়ান,
শান্তির বারিধি সেচে বাঁচাবে পরান?
ওই শোন ঘনঘন অম্বুধি কল্লোল,
অম্বরে অম্বুদ রাশি তোলে কলরোল।
পাপ ও পঙ্কিলে ভরা এ ধরণী পুনঃ,
ভাসাবে ডোবাবে স্রষ্টা- মন দিয়ে শুন।
কুয়াশা আচ্ছন্ন ধরা, মানুষের মন,
অন্যায় ও অপরাধে বাহিত জীবন।
নেই প্রেম-ভালোবাসা, শুধু অহংকার,
সজীব বরষা আনে সাধ্য আছে কার?
শিয়াল-শকুন শুধু নাচে এ ধরায়,
মানুষের অপমৃত্যু হিংসার খরায়।
২১/০৪/২০২২ ইং