বেদনার নদী বেয়ে যেতে হয় পথ,
সংগ্রামের বিনিময়ে আসে সুখ রথ।
কে আছে কে নেই পাশে কেন ভাবা বসে?
সুখ-স্বাচ্ছন্দের ভিত আসে ব্যথা চষে।
কে দিয়েছে ব্যথা বেশি কে দিয়েছে কম,
এ কথা ভাবিতে গেলে ফুরায় জীবন।
খণ্ডাতে পারে না কেউ লালট লিখন,
তবে কেন হতাশায় ব্যস্ত রাখা মন?
ক্ষণিকের এ জীবন ঝরে যাবে চুপে,
স্বজনে সাজাবে দেহ তুলসী ও ধূপে।
মুছে যাবে জীবনের যতো ব্যথা তাপ,
অকারণে কেন তবে বাড়াও সন্তাপ?
সহাস্য বদনে যদি বেদনার মালা,
পরে নিতে পারো গলে ঘুচে যাবে জ্বালা।
পুরনো জঞ্জাল যতো ঠেলে দিয়ে দূরে,
আগামী উঠুক হেসে মধুমাখা সুরে।
২৭/১২/২০২৪ ইং
বিঃ দ্রঃ লেখাটা আমার অতি প্রিয়জনকে নিয়ে। তার মনে অনেক দুঃখ, অনেক ব্যথা। কিছু ব্যথা পেয়েছে প্রিয়জনদের কাছ থেকে। কিছু ব্যথা ডালপালা মেলেছে ভুল বোঝা থেকে। আর কিছু ব্যথা কল্পনার দড়ি বেয়ে এসে জাঁকিয়ে বসেছে হৃদয় আঙিনায়। বেশিরভাগ আবেগপ্রবণ লোকের ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে।
যে সব কবি বন্ধুরা আমার কবিতা পড়বে তাদেরকে অগ্রিম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সময়ের অভাবে আমি হয়তো কারো পাতায় যেতে পারবো না। আন্তরিকভাবে দুঃখিত। ঈশ্বর সবার মঙ্গল করুন।