বস্তির ছেলে বলে মাগো, হবো আমি রাজা!
রাজা হলে সাতখুন মাপ কেউ দেবে না সাজা!
রাজা হলে হ'তে পারবো মস্ত বড়ো কবি!
করবে সবাই ধন্য ধন্য বলবে- যেন রবি!!
আমায় তোষণ করতে সবাই পরবে মুখোশ মুখে,
ইনাম দেবে আকাদেমি ওরা সবাই সুখে।
হাজার রকম উপহারে ভরবে আমার আবাস,
আমায় খুশি করতে পণ্ডিত কাটবে সুখে ছাগ ঘাস।
মা হেসে কয়- কেন রে বাপ এমনতর ভাবিস?
তোর লেখা কি ওদের মতো বস্তাভরা রাবিশ?
তুই তো আমার হীরের টুকরো, রঙিন শতদল,
নাম কামাতে ওদের মতো কেন করবি ছল?
"কষ্ট করলে কেষ্ট মেলে" জানবি জনম ধ'রে,
মিথ্যা সুখের মুখোশ প'রে থাকবি কেন ঘোরে?
তৈল বাজেরা তেল দিয়ে যায় শূন্যে তুলে চরণ,
স্বার্থ লাভের আশায় ওরা মণ্ডূক করে বরণ।
আকাদেমি পেলেই কি কেউ হতে পারে কবি?
রংতুলিতে আঁচড় দিলেই হয় কি সে সব ছবি?
মনের ভুলে করবি না বাপ খল্ কে অনুসরণ,
সত্য পথে নাম কামালে করবে লোকে স্মরণ।
১৩/০৫/২০২২ ইং