নষ্ট সময়ের ভিড়ে এখন সব কিছুই নষ্ট
নষ্ট মায়ের মমতা ও ভালোবাসা
বোনের আদর ও সোহাগ
নষ্ট আগুনে জ্বলছে মাথার উপরে ছায়া ঘেরা বাবা নামের নিশ্চিন্ত ছাঁদ
ভাবা যায়? যৌবনের চৌকোঠায় পা দিয়েই ছেলেরা হয়ে যায় লায়েক
বৌয়ের আঁচলে বাঁধা পড়া মাত্রই অনেক ছেলে বেমালুম ভুলে যায় স্নেহময়ী, আদরিণী মাকে
যে বোনের কান্নায় ভেঙে যেতো বুক
কষ্ট নামের উদ্ভ্রান্ত সেতু পার হওয়া ছিল দুঃসাধ্য
সম্পত্তির লোভে বিষ খাইয়ে সে বোনকে অনায়াসে মেরে ফেলে দাদা নামের নির্লজ্জ কুলাঙ্গার
কম যায় না ভগ্নিও
পৈত্রিক সম্পত্তি লাভের আশায় খুন করে দাদাকেও
মদের নেশায় মাতাল হয়ে কোনো কোনো পিতা যৌন লালসায় নিজেই স্খলিত হয় আত্মজার উরু সন্ধিতে
পরকীয়ার দুর্লঙ্ঘনীয় ক্ষুধায় প্রেমিকের সাথে ষড়যন্ত্র করে নিজ সন্তানকে হত্যা করে গর্ভধারিণী মা
শশুরের সহায়-সম্পত্তি হাতানোর জন্য তার বিরুদ্ধে
ধর্ষণের অভিযোগ আনে বেহায়া পুত্রবধূ
নির্লজ্জতা আর নির্মমতার কী আছে অবশিষ্ট!?
এছাড়া বিষফোঁড়া হয়ে মাথার উপরে জাঁকিয়ে বসে আছে ধর্মান্ধ ও সামন্ত প্রভুদের উৎকট ধর্ম ব্যবসা
স্বার্থ এবং ক্ষমতান্ধ উন্মাদেরা তরুণ প্রজন্মের হাতে তুলে দিচ্ছে মদ-গাঁজা-মারিজুয়ানা
হিমালয়ের চূড়ায় বসার স্বপ্নে বিভোর চাতক-চাতকি মঞ্চ কাঁপায় ভাষনের সুগন্ধি আতরে
ওরা বাবুই পাখির সুখ অনুভব করতে চায় ক্ষমতার অলিন্দে
দেশ এখন আর মা নয়; ভোগের সামগ্রী
দেশ ও জনগণের সেবার নামে চলছে দারুণ ব্যবসা
কোন গ্রহে রয়েছি আমরা!?
কে বলেছে মানুষ সৃষ্টির সেরা জীব?
স্রষ্টার সৃষ্টির নিকৃষ্টতম জীব এই মানুষ
মাংসাশী প্রাণীরা ক্ষুধা নিবৃত্ত হলে ধরে না শিকার
কিন্তু মানুষের ক্ষুধা অনন্ত-অসীম
মিথ্যা আর লোভের সড়কে হেঁটে বেড়ায় আমৃত্যু
মানুষের নিঃশ্বাসে বিষ
বিষ প্রতিটি ধুলি কণায়
হারিয়ে গেছে বিশ্বাস পথের ধুলায়--
০৩/১২/২০২১ ইং।