গিন্নি আমার করেছে রাগ কয় না কথা দুদিন,
ভাবছি এখন কী করা যায় আসবে কখন সুদিন!
রান্নাবান্না সবই করে মুখে থাকে তালা,
নীরব কথার কলরবে হচ্ছি ঝালাপালা।
বকাঝকা, বাঁকা কথা শুনে কর্ণ সুখ পায়,
নিঃশব্দ বাণ কথাগুলো করছে শুধু হায় হায়!
কাজে-কর্মে তাল কেটে যায় ভুল হয়ে যায় সব কাজ,
মাথায় এসে পড়ছে আমার বিনা মেঘের সব বাজ।
বুদ্ধি করে তারিন বাবুর বউকে বলি ডেকে,
এসো বৌদি গল্প করি একটু খুশি মেখে।
গুমোট হাওয়ায় দমটা আমার যাচ্ছে হয়ে বন্ধ,
পাই না খুঁজে কোনো কাজেই আগের মতো ছন্দ।
অমনি গিন্নি তড়াক করে মেঘ গর্জনে বলে,
ভালো বুঝি লাগে আমি গেলে কোথাও চলে।
হেসে বলি তুমি আমার কোকিল কণ্ঠ বধূ,
তোমার কণ্ঠ আমার কানে ঢালে শুধু মধু।
তোমায় ছাড়া দিন কাটে না, কাটে না তো রাত্রি,
আমি তোমার জীবন পথের চিরসুখী যাত্রী।
গোমড়া মুখে ফোটে হাসি যেন কুসুম কানন,
পাই না খুঁজে কোথাও এমন হরিণ আঁখি আনন।
১৯/০১/২০২২ ইং