হাড়গিলেদের খপ্পরে আজ প'ড়ছে আমার দেশ,
জনগণের টাকা মেরে সুখেই আছে বেশ!
বকের মতো সাদা পোশাক চোরের মতো চোখ,
গরির-দুখির টাকার দিকে ভীষণ রকম রোখ।
চাকরি লাভের যোগ্য মানুষ ফেলে চোখের জল,
ধরনা দিচ্ছে রাস্তায় বসে পায় না তবু ফল।
টাকার জোরে অফিস জুড়ে অকর্মাদের ভিড়,
ঠাণ্ডা গৃহ হুতোম প্যাঁচার স্বর্গসুখের নীড়।
শনির দশায় আমজনতা দ্রব্যমূল্যের বাড়,
সাধ্য কোথায় জনগণের নাড়বে তাদের ঘাড়?
ডিগবাজি খায় নেতা-নেত্রী শূন্যে তুলে পা,
গরিব লোকের পেটে ক্ষুধার ছুঁচো মারে ঘা।
শহর থেকে গাঁয়ের পথে একই চিত্র সব,
নেতার সাথে তস্য নেতার লোভের কলরব।
মাথা তাদের উনুন গরম সাপের মতো চায়,
দন্তাঘাতে জনগণের হাড়গুলো চিবায়।
সেবার নামে সেবা নিয়ে কাষ্ঠ হাসির ঢল,
ভুল পুকুরে সিনান ক'রে পায় না মানুষ তল।
সরল-সোজা আমজনতার ফিরবে কবে হুঁশ!?
ঘৃণার বিষে হাড়গিলেদের মারবে জোরে ঢুস!!
০২/০৮/২০২২ ইং