আমার গিন্নি বিশেষজ্ঞ
আমি বিশেষ অজ্ঞ,
তার ভাবনার বাইরে গেলে
বাধায় দক্ষযজ্ঞ।
যতই বলি সরি সরি
আমায় ভাবে শ্রেষ্ঠ অরি,
ঝগড়া শুনে লোকে হাসে
আমি লজ্জায় মরি!
কাণ্ড দেখে মুচকি হাসে
পাশের বাড়ির তরি।
রান্না করতে খিঁচুড়ি সে
দিচ্ছে আমের টক,
এমন কি কেউ রান্না করে?
শুধালে শেষতক--
বলে- তোমরা ভাতের ভেতর
খাও না কি আম সিদ্ধ?
প্রশ্ন শুনে আমি বোকা
হলাম তীরে বিদ্ধ।
খাওয়ার সময় দেখি গিন্নীর
রান্নার হস্ত পাকা,
মজায় খেয়ে আঁচলে তার
মুখটা রাখি ঢাকা।
গিন্নি হাসে আমি পালাই
এমনি করে জীবন রাঙাই
আমরা সারা বেলা,
রাগ-বিরাগের বেহাগ বাজে
সকাল-সন্ধ্যা সকল কাজে
চলছে এমনি খেলা।
গিন্নি সঠিক, আমি বেঠিক
ভেবে দেখলাম আমি সবদিক
তাই নিমেষে হয়ে গেলাম
অমি গিন্নির চেলা,
তোমরা যে যাই ভাবো বলছি-
আমরা সুখি মেলা।
২৮/০২/২০২৩ ইং