নিজের বলে নিজেই কাবু
পরকে দিচ্ছো দোষ,
পরের ঘরে আগুন দিতে
সাজো বুদ্ধির ঘোষ!
যারে বাঁশ দাও সে বোকা নয়
দিচ্ছে পাল্টা বাঁশ,
দ্বৈত বাঁশের ঘষায় বন্ধ
আমজনতার শ্বাস!
সেবার নামে জনগণের
মাথায় রাখো হাত,
জোঁকের মতো রক্ত চুষে
সুখে কাটাও রাত।
গজ-কচ্ছপ লড়াই ক'রে
মিষ্টি প্রেমের ধুম,
কফির কাপে চুমুক দিয়ে
জোছনা মাখা ঘুম!
এমনি করে ডুবাচ্ছো দেশ
ডুবছে জনগণ,
গোলাপ হাসি ঠোঁটে রেখে
ভিজাও সবার মন।
২১/০৯/২০২২ ইং