কালের চাকায় পিষ্ট শ্রমিক দেখার মতো আছে কেউ?
মানবতার ঢাক বাজিয়ে ওদের পিছেই লাগে ফেউ!
ওদের খাবার ঝোলায় ভ'রে,
খাচ্ছে নেতা মুঠোয় ক'রে,
শ্রমের মূল্য লুণ্ঠনকারীর রঙ্গে শ্রমিক কাঁদে ভেউ!
ওদের কল্যাণকামী সাধু করে ওদের সর্বনাশ!
আদর করে সোহাগ ঢেলে দেয় ঢুকিয়ে মস্ত বাঁশ!!
ওরা শুধু করে হাঁসফাঁস!
সবাই ওরা জীবন্ত লাশ!!
ভাঙা ঘরে শুয়ে দেখে মাথার উপর নীল আকাশ।
ওদের টাকায় গাড়ি-বাড়ি ক'রে নেতা হারায় হুঁশ,
ওদের ন্যায্য কর্ম করতে দাবি করে মোটা ঘুষ।
দেশ-জনতার সেবার ভারে,
কাটায় জীবন অর্ধাহারে,
ওদের ত্রুটি পেলেই নেতা গরুর মতো মারে ঢুস।
০১/০৫/২০২২ ইং