অবিরাম বর্ষণে দুর্ভোগ গরিবের,
ঘরে থাকে, পারে না তো হতে তারা কাজে বের।
চারিদিকে থই থই জলে ভরা ঘর-দোর,
অনাহারী শিশুদের চোখে জল ঘনঘোর।
ভোট এলে দাম বাড়ে বস্তির মানুষের,
বড়ো কথা ব'লে নেতা আলু দেয় দশ সের।
নিজেদের ভাগ্যটা কৌশলে বদলায়,
ভাগ্যের অজুহাতে গরিবেরা মার খায়।
কী যে দশা কৃষকের ভেবে দেখো একবার!
শস্যের ক্ষতি হয় বর্ষায় বারবার।
সময়ের বরিষণ তাও বাপু যায় মানা,
অসময়ে বর্ষণে কৃষকের নেই খানা।
ভাগ্যের উপরেই গরিবের সুখ-ভোগ,
ধনীদের পোয়া বারো নেই কোনো দুর্ভোগ।
ধনীদের নিপীড়নে প্রকৃতির প্রতিশোধ,
অসাধ্য গরিবের করা এর প্রতিরোধ।
অকালের বরষায় শীতবাবু পলাতক,
কেউ হাসে কেউ কাঁদে কবি করে বকবক।
নেতা আর বর্ষার ভাব বোঝা বড়ো দায়,
এভাবেই গরিবেরা ক'রে যাবে হায়! হায়!
০৮/১২/২০২১ ইং।