পাগলা ছেলের নামটা দাশু
মা ভুলে কয়- ওরে হাসু
দেখ না চেয়ে বাপ,
তোর পিছনে ফণা তুলে
মস্ত বড়ো সাপ।
তড়িৎ বেগে দিল লম্ফ
তার শরীরে ভূমিকম্প
নাচে মেদ ও ভুঁড়ি,
হাতে নিয়ে শক্ত লাঠি
ফিরেই মারে তুড়ি।
কোথায় গেল সাপ মহাশয়?
পেলো কি সে আমাকে ভয়?
দেখে সামনে রাসু,
সাপ কোথায় মা?- ফুঁসতে ফুঁসতে
বলে পাগলা দাশু।
মা রেগে কয়- চিনিস না তুই?
ধারের দায়ে পাঁচ কাঠা ভুঁই
কেড়ে নিছে আমার,
তোর সমুখে দাঁড়ানো সেই
গরল চাষি চামার।
অমনি দাশু ক্ষেপে গিয়ে
বাঁ হাতে তার লাঠি নিয়ে
দক্ষিণ হস্তে ধরতে গেল কান,
ভয় ও লজ্জায় পালালো সেই
নির্লজ্জ বেইমান।
৩০/০১/২০২৪ ইং