যে কোন নির্বাচন গণতন্ত্রের উৎসব
কিন্তু এ বাংলার নির্বাচন!?
এখানে হায়নার ভয়ংকর পদচারণা
হুংকারে কেঁপে ওঠে জনপদ
চলে মনুষ্য রক্তের হোলি খেলা!
রক্তের আখরে আঁকা হয় বিধবার জিন্দা লাশ!
বৃদ্ধা মায়েদের আহাজারি!
স্বামীহারা কামিনীর বুকফাটা আর্তনাদ!
পিতৃহারা শিশুদের বোবা কান্না!
আর আমি ও আপনি তার নীরব দর্শক
ছায়া দানকারী বৃক্ষের মতন নয়
আমরা দাঁড়িয়ে থাকি, নিরেট কংক্রিটের খুঁটির মতো
ভাবলেশহীন!
ঝরে পড়া পাতার মতো নির্জীব!
অন্যায় লাথি খেয়ে খেয়ে নড়ে যাই, সরে যাই
কিন্তু অনুভূতিহীন--
পঞ্চায়েত নির্বাচন শেষ
চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে "গণতন্ত্রের লাশ"

১২/০৭/২০২৩ ইং

বিঃ দ্রঃ নিজের জন্য একটি ক্ষুদ্র বাড়ি নির্মাণের কাজে ব্যস্ত থাকায় অনেকদিন আসরে আসতে পারিনি! সুপ্রিয়, বরেণ্য কবি বন্ধুদের খুব মিস করেছি। আশা করি সবাই ভাল আছেন। সবার জন্য মঙ্গল কামনা করছি।