বিদ্যাসাগর, তোমায় পূজি ছোট্টবেলা থেকে,
হৃদ মন্দিরে তোমার ছবি রাখি যত্নে ঢেকে।
রাস্তা-ঘাটে তোমার মূর্তি ভাঙে গরু-ছাগল!
কালি ছিটায় তোমার গায়ে যারা বদ্ধ পাগল!!
তাইতো তোমায় গুপ্ত রাখি আমার মনের মধ্যে,
তোমার কর্মের পাণ্ডুলিপি বলি গদ্যে-পদ্যে।
তুমি ছিলে সিংহপুরুষ দারুণ দীপ্ত সূর্য,
প্রতিবাদের ঝাণ্ডা হাতে হ'তে রণতূর্য।
গরিব দুখির দুঃখে তুমি হ'তে ভীষণ কাতর,
তাদের মুখে আহার দিয়ে করতে তাদের আদর।
সেই গরিবের আহার কাড়ে এ কালের সব কুকুর!
তাদের জন্য আমার লেখা ভীমের গদা, মুগুর!!
নারী শিক্ষায় অগ্রাধিকার দিয়েছিলে তুমি,
তাদের কর্মে সর্বক্ষেত্রে ধন্য মাতৃভূমি।
পুরুষ এখন চোর-ছ্যাঁচড় আর মদে মত্ত হুলো,
মোসাহেবি ক'রে চাটে চোরের পায়ের ধুলো!!
ন্যায্য কথা বলার মতো আছে অল্প মানুষ,
তাদের জব্দ করতে শাসক ছুঁড়ে লোভের ফানুস।
নয়তো আইনের প্যাঁচে ফেলে নাকে পরায় দড়ি,
বাঁচতে তারা করজোড় বলে সরি! সরি!!
ক্ষমতা আর লোভের বশে ওরা এখন অন্ধ!
তোমার জুতোর গুতো খেলে তবেই হবে বন্ধ!!
ছোটা ভীমের মতো ওদের পুচ্ছ ধ'রে যদি
ঘোরানো যায় তবেই ওরা ছাড়তে পারে গদি!!
দেশের এখন তোমার মতো বীরকেশরী দরকার,
যার পিছনে আঙুল দিতে ভাববে বারেক সরকার।
অসুররূপী পশুর কর্ম বন্ধ করার জন্য,
পুনঃ এসে দেশ মাতাকে করো না হয় ধন্য।
১৬/০৯/২০২২ ইং
আগামী ২৬/০৯/২০২২ ইং তারিখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন! মহাত্মা বিদ্যাসাগরের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার ক্ষুদ্র নিবেদন।