গভীর ও নিবিড় সম্পর্কে যখন চিড় ধরে, জেগে ওঠে ঘৃণা
যেভাবে গতিহারা তটিনীর বুকে জেগে ওঠে নতুন চড়া
ব্যথাতুর বিক্ষুব্ধ মনের ঘরে বাসা বাঁধে জিঘাংসা
বেহায়া জেদের অভিমানী মেঘ ঢেকে দেয়
আত্মোপলব্ধির ক্ষীণ তটরেখা
অভিমানী দুটি হৃদয়ের মাঝখানে বয়ে যায় বিভেদের সীমারেখা আঁকা নায়াগ্রা জলপ্রপাত
অনুরাগের এক চিলতে রোদ্দুর আসি আসি করে আটকে যায় আত্মশ্লাঘার ঘুলঘুলিতে
ভালোবাসার রোদেলা দুপুরের গায়ে আচানক ধাক্কা মারে বোশেখ মাসের ভুলভাল কালো কুচকুচে মেঘ
ভেবে দেখো মন
করো আত্মবিশ্লেষণ
নিবিড় ভাবে ভাবতে হবে দুজনকেই
তুমি কি দখিনা বাতাসের মতো নির্মল ও পবিত্র
তুমি কি সমস্ত পঙ্কিলতা ঝেড়ে ফেলে সৌন্দর্য বিলানো পঙ্কজ
নাকি তোমার মনের আকাশেও জমে আছে দেবদারুর মতো আকাশ ছোঁয়া অহংকার
নাকি অযথা জেদের ধুলো মেঘে ঢেকে ফেলেছে প্রদীপ্ত বাতিঘরের জানালা
একবার মনের জানালা খুলে ডেকে দেখো
"আমি ভালোবাসি তোমায় আগের মতো,
ফিরে এসো সুরঞ্জনা"
অভিমান ও জেদের কাঁটাতার ডিঙিয়ে যে ডাকবে আগে জয়ী হবে সে-ই
০৪/০৪/২০২২ ইং