গাধার পিঠে টাকার বোঝা মালকিন ওড়ে সুখে,
বোঝার চাপে গাধা এখন মরছে ধুঁকে ধুঁকে।
সুতো ছিঁড়ে ঘুড়ি যেমন যায় নীলিমায় উড়ে,
চতুর মালকিন তেমনি করে চলছে পাতাল ফুঁড়ে।
পঙ্কে ডুবে গাধা কাঁদে মালকিন হাসি-খুশি,
পলান্ন নয়; খাচ্ছে গাধা বসে বসে ভুসি।
হাড়-হাভাতে গরিব-দুখির অন্ন কত খাবি?
টাকার নেশায় মত্ত হয়ে আর কতদূর যাবি?
সামনে দেখি এঁদো ডোবা পশ্চাতে ওই হায়না,
যতই তাদের বোঝা টানিস রাখবে না তোর বায়না।
গাধির টোপে ফাঁসিয়ে তোকে মাথায় দিছে টুপি,
লোভের পাপে লাল দালানের ভাত খাবি তুই চুপি।
বিরাট বপু, থলথলে পেট, তোর কি এত বুদ্ধি?
দেখ না ভেবে কীভাবে হয় চোরের আত্মশুদ্ধি!
অপার লোভের ফাঁদে পড়ে বোধ হয়েছে লুপ্ত!?
বলছি গাধা!- ফাঁস করে দে, যা কিছু তোর গুপ্ত!
ভারবাহি তুই, ভোগ করা তোর হ'ল না রে বুদ্ধ!
সত্যি বলে গোবর খেয়ে নে হয়ে নে শুদ্ধ!!
২৯/০৭/২০২২ ইং