নির্বাচনের বাটনা বেঁটে নেতার খুশির ধুম,
হেরেও জিতে বৌয়ের গালে দিচ্ছে সুখের চুম!
প্রতিপক্ষের ব্যালট ভাসে নদী-নালা-ডোবায়,
অল্প ভোটেই প্রথম তিনি, এখন তাকে কে পায়!
পাশের বাড়ির খুড়ো এসে বললো- নেতা ভাই,
তোমায় আমি ভোট দিয়েছি, একখানা কার্ড চাই।
সে হবেক্ষণ, চিন্তা কিসের? দক্ষিণা দাও কিছু,
নইলে তুমি কার্ড পাবে না, ডাকবে না আর পিছু!
অবাক হয়ে বললো খুড়ো- এ কেমন বাত-চিত!
পরের ব্যালট নালায় ফেলে আমরা গড়ছি ভিত!
সেই আমাদের অবহেলা! ধর্মে সইবে কি?
দূর ছাই খুড়ো! এমনে দিলে কেমনে খাবো ঘি!?
পাঁচ বছরের চুক্তি ক'রে বড়ো নেতায় ঘুষ,
দিয়ে আমি পাতি নেতা করতে সব দুরমুশ!
তাকে দেবো, আমি খাবো, ব্যবসা ফলবান!
খুড়ো, মোটেই রাগ ক'রো না এই আমার জবান!!
০৯/০৮/২০২৩ ইং