শিশুর হাসিতে থাকে ফুলের সৌরভ,
পাখির কাকলি ভরা সোনালি সকাল।
বিবশ মনের কোণে আলোর প্রবাল,
সুষমামণ্ডিত সুখ, সুরের ভৈরব।
সুশীল-সুবোধ শিশু আগামী গৌরব,
জ্ঞানের মশাল হোক শিশুদের ঢাল,
ওরাই ফেরাবে মর্ত্যে সুবাসিত কাল,
বিপথে বৃদ্ধিতে হবে ভীষণ কৌরব।

পিতা-মাতা-দেশ-জাতি সকলের দায়,
স্নেহ-প্রীতি-ভালোবাসা দিয়ে শিশু গড়া।
সূচিভেদ্য অন্ধকার ক'রে বিদূরিত,
ওরাই সৃজিতে পারে মানবিক ধরা।
সুশিক্ষা না পেয়ে শিশু যদি বখে যায়,
এই নিঃস্ব বিশ্ব হবে আরো কণ্টকিত।

২১/১১/২০২১