ভাবি পিছু ডেকে আর থামাবো না আজ,
প'রে নেবো এ কপালে চির দুখি সাজ!
যতো ভাবি ভুলে যাবো ততো বেশি ক'রে,
তোমার স্মৃতির মালা পড়ে ঝ'রে ঝ'রে।
দিক হারা পথিকের তুমি ছিলে হাল,
ভুলের মাশুল দিচ্ছি এমনই কপাল।
যে গগনে তুমি ছিলে হয়ে শুক তারা,
সেথা দেখি অবিমিশ্র তমসার কারা।
কোমল সুগন্ধি পুষ্পে ভরা যে কানন,
তুমি ছাড়া পুষ্পবিথী আনত আনন।
সাগরের ঊর্মিমালা হৃদয়ের দ্বারে,
কষাঘাত করে যায় শুধু বারে বারে।
আলোর প্রদীপ হাতে এসো পুনঃ ফিরে,
মধুকর হয়ে রবো তোমাকেই ঘিরে।
০৬/১২/২০২১ ইং।