ব্রিটিশের রাজমুণ্ডে ক'রে পদাঘাত
ছিনিয়ে এনেছে যারা স্বাধীন স্বদেশ,
অগ্রগণ্য ক্ষুদিরাম করি প্রণিপাত
তোমাদের রক্তঋণ ভুলিনি কো লেশ।
বহ্নিমান দেশপ্রেমে উত্থিত হৃদয়
ব্রিটিশ জিঞ্জির ভাঙে আত্ম বলিদানে।
স্বদেশের বক্ষে আজো দুর্মতি নির্দয়
ভুজঙ্গ বিষের মতো কষাঘাত হানে।
পঁচাত্তর বছরের যুবা স্বাধীনতা
গাঁটে গাঁটে অবিমিশ্র ব্যথার পাহাড়।
চৌর্যবৃত্তে, দেশদ্রোহে নিত্য অবাধ্যতা
কত কুলাঙ্গার কাড়ে দীনের আহার।
অমৃত এ মহোৎসবে তরুণ তপন
স্বদেশের শত্রু নাশে এসো করি পণ।
১৩/০৮/২০২২ ইং
১৫ আগস্ট আমাদের ৭৫ তম স্বাধীনতা দিবস। এ "অমৃত মহোৎসব" এ কবি বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।
বিঃ দ্রঃ শরীরটা ভালো নেই। জ্বর এবং কাশি। কবি বন্ধুদের কবিতায় ঢুকতে পারছি না বলে দুঃখিত।