রক্তের অক্ষর লেখা আছে স্বাধীনতার গায়ে,
অনেক দূরে এসেছি আজ দৃপ্ত পায়ে পায়ে।
স্বাধীন দেশে মা-বোন-কন্যা এখনো নয় স্বাধীন,
ওদের দেখেই হিংস্র শকুন নাচে তাধিন তাধিন।

ধর্ষণ ক'রে হয় না খুশি করে ওদের হত্যা,
প্রশাসনের আঁচল তলে লুকিয়ে ফেলে সত্তা।
স্বাধীন আমরা কিন্তু নারী নয়কো সুরক্ষিত,
গরিব-দুখি, আমজনতাও সমানভাবে ভীত।

নর্দমাতে গা বাঁচিয়ে যায় না বেঁচে থাকা,
সদল বলে লড়তে পারলে ঘুরবে কালের চাকা।
জঞ্জাল মুক্ত করতে স্বদেশ এসো আবার লড়ি,
বিশ্বের কাছে স্বাধীন স্বদেশ উচ্চে তুলে ধরি।

১৫/০৮/২০২৪ ইং

আজ আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস। এ বিশেষ দিনে সকল ভারতবাসীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সকল শহীদদের জানাই সহস্র প্রণাম। স্বাধীনতার এত বছর পরেও আমাদের মা-বোন-কন্যারা বাসে, ট্রেনে, কর্মক্ষেত্রে সম্পূর্ণ নিরাপদ নয়। আসুন সবাই ওদের জন্য নিরাপদ ভারত গড়ে তুলি। এ উপলক্ষে আমার ছোট্ট নিবেদন--