গিন্নি আমার সরলমনা খুব,
আপন কাজে আনন্দে দেয় ডুব।
হৃদয় জুড়ে ভালোবাসার ঢেউ।
এদিক-ওদিক হলেই কাঁদে ভেউ।
আমার 'পরে রাগ করেছে কাল,
বিনা বেতেই তুলছে পিঠের ছাল।
কয় না কথা দুদিন হলো আজ,
মেঘ নেই তবু পড়ছে মাথায় বাজ।
মান ভাঙাতে যতই করি চেষ্টা,
ব্যর্থ হয়ে বাড়ে সোহাগ তেষ্টা।
দুপুর বেলা ঘরে ফিরে দেখি,
মেঘ ভাঙা রোদ, ঝিলিক মারে এ কী!
চাঁদ বদনে শারদ শিশির হাসি,
মনে জাগে পুলক রাশি রাশি।
একটু আদর-সোহাগ করার সাধ,
ব্যস্ত অনেক! ওসব এখন বাদ!!
বলেই বিলোল কটাক্ষ এক হানে,
জানি আমি দুষ্টু চোখের মানে।
যেই ফিরেছি বদন করে ভার,
হাতটি ধরে, যায় কি যাওয়া আর!?
১৮/১০/২০২৩ ইং
বিঃ দ্রঃ ভেবেছিলাম একটি রম্য ছড়া লিখব। শেষ পর্যন্ত হয়ে গেল মান-অভিমান ভরা নির্ভেজাল প্রেমের কবিতা। প্রথম অংশটা বাস্তব। শেষাংশটায়---