এখনো অনেক রাত--
জাগেনি বিহঙ্গ কোন
রাতের নিথর দেহে ঘুমায় নীরব
নিটোল আঁধার দেহে আলো জ্বালে জোনাক পোকায়
ক্লান্তিহীন ঝিঁঝিঁ পোকা ডেকে যায় রাতেয় মায়ায়
যামিনীর বুক চিরে মাঝে মাঝে ভেসে আসে ক্ষুধার্ত শিশুর হাহাকার
বুকফাটা কান্নার শরাব
ক্ষুধার জ্বালায় মরি--
রাত কত বাকি আছে বল না গো মা?
নির্ঘুম মায়ের ঠোঁটে নেচে ওঠে হতাশার সুর
আরো একটু ঘুমাও সোনা
এখনো অনেক রাত--
খোকার কান্নার স্বরে কাঁপে বিভাবরী
কাঁপে নিরেট পাথর
কাঁপে না কো সমাজের বুক
জননীর আঁখিপদ্ম করে ছলছল
মায়ের নয়নে নেই, সবার নয়নে ঘুম গভীর অতল
০৬/০৩/২০২৩ ইং