ভাষা নিয়ে মনে অনেক আবেগ সেখানে কাঁটার বন,
হুল ফোটে শুধু- গরল কাঁটায় বিষিয়ে দিয়েছে মন।
চারিদিকে শুধু হায়েনার রব শকুনের চিৎকার,
জনগণ সব ভীতির গুহায় সিঁটিয়ে দিয়েছে ঘাড়।
দুর্নীতিবাজ তাড়ানোর ছলে ঢুকেছে জঙ্গি দল,
ঢুকেছে লুটেরা দেশ ধর্ষক একাত্তরের খল।
মুক্তিযুদ্ধে পরাজিতদের জং ধরা সেই নখ,
কৃপাণের মতো ধারালো হয়েছে দেখাচ্ছে চক চক।
খুবলে খুবলে খাচ্ছে মায়ের-বোনের কোমল দেহ,
আঁধারে ঢেকেছে ধর্ষিতাদের আলোয় ভরানো গেহ।
দিবসের আলো সয় না ওদের তমসায় দেখে বেশি,
ধারালো নখের তাণ্ডবে রোজ দেখায় শক্ত পেশি।
খায়েস মেটানো শান্ত ভণ্ড তক্তে রয়েছে চুপ,
দীর্ঘ দিনের স্বপ্নের সুখ চুঁয়ে পড়ে টুপ টুপ!!
স্বপ্নবিলাসী মস্তকে তার আকাশ ছোঁয়ার পণ,
সব বাধা নাশে বিছিয়ে দিয়েছে দোজখের শরাসন।
স্বাধীনতা নাশে পরকীয়া প্রেমে আবার বেঁধেছে জোট,
মাতৃভাষাকে বলাৎকারের পাকায় নাঙ্গা ঘোঁট।
যেন বেশ্যার জঙ্গার খাঁজে আটকা পড়েছে দেশ।
দীর্ঘনিশাস আমজনতার- ওরা আছে সুখে বেশ।
মধুর বাংলা হটিয়ে উর্দু পুনঃ যদি আসে ফিরে,
বুঝিবে বাঙালি রক্ত চোষাকে বসানোর জ্বালা শিরে।
ফিরে এসো পুনঃ তেজি বাহান্ন একাত্তরের ঝাঁজ,
মাতৃভাষা ও স্বদেশ বাঁচাতে শানাও তপ্ত বাজ।
২২/০২/২০২৫ ইং