দেখেছিলাম তোমায় আমি
মেঠো পথের বাঁকে,
আলতা পরা নাঙ্গা পায়ে
মাটির কলসি কাঁখে।
শেষ বিকেলের নরম আলোয়
ঠোঁটে মিষ্টি হাসি,
তাঁতের শাড়ির ভাঁজে ভাঁজে
উছল যৌবন রাশি।
ভ্রমর কালো আঁখির তারায়
তড়িৎ করে খেলা,
পাইনি তো টের কখন আমার
ডুবে গেল বেলা।
বাঁকা হাসির রোদ লাগিয়ে
চলে গেলে ধীরে,
কখন যেন আঁধার এসে
ধরলো আমায় ঘিরে।
এক পলকের একটু দেখায়
হলাম দিশেহারা,
বিবশ মনের দ্বারে এসে
দাও না ওগো সাড়া।
১৮/০৫/২০২২ ইং