কী যে বলো, দাদা!
আমি মস্ত হাদা!
ওই নেতারে গালি দিয়ে
হবো ভাজা তেলে-ঘিয়ে!?
তার চেয়ে এই আমি হলেম চুপ!
সব নেতাদের ব্যবহারে ছড়ায় গন্ধ ধূপ!
আসলে কি জানো?
মানো ছাই না মানো--
ওই নেতাদের নিন্দা করো,
কিংবা ওদের জেলে ভরো
হয় না ওদের কিচ্ছু,
ওরা চলে ওদের মতন,
হয় না ওদের কোন পতন,
ওরা বড়ো বিচ্ছু!
সুযোগ পেলেই তোমার খাবার যাবে ওদের পকেটে,
কোরমা-পোলাও খেয়ে ওরা চড়বে সুখে রকেটে।
তুমি-আমি যেমন ছিলাম সারা জীবন থাকবো তাই,
লাথি দিবে তবুও ওদের বলবো আমরা সোনা ভাই।
ওদের জন্য আল্লাহ আছেন, কিংবা আছেন ভগবান,
গরিব লোকের কিচ্ছুটি নেই, আছে শুধু মুখ-জবান।
কথা দিলে কথা রাখি,
আমরা কাউকে দেই না ফাঁকি,
সব লোকেরে ফাঁকি দিয়ে ওরাই সুখে গাইছে গান,
গরিব লোকের উপরে বয় মস্ত বড়ো ঝড়-তুফান।
মেরুদণ্ড নেই কো যাদের তারা শুধু লাথি খায়,
বাঁচতে চাইলে এক হও মজদুর নইলে শুধু করবে হায়!!
০৭/০১/২০২২ ইং