দুটি মানুষের ভালোবাসার সম্পর্ক সবুজ চারা গাছের মতো
জল দিয়ে, পরিচর্যা করে বাঁচিয়ে রাখতে হয় তাকে
অন্যথায় সবুজ পাতায় প্রথমে ধারণ করে হলুদ রঙ
তারপর শুকিয়ে শুকিয়ে ঝরে যায় একদিন
অসুস্থ এ পৃথিবীতে অধিকাংশ মানুষ আত্মকেন্দ্রিক
নিজেরটা ঠিক বুঝে নেয়
অনুভব করে না অন্যের সুবিধা-অসুবিধা
পারস্পারিক রক্তের সম্পর্ক দীর্ঘ দিন টিকে থাকে রক্তের জোরে
বৈবাহিক সম্পর্কও টিকে থাকে সামাজিক ও পারিবারিক দায়বদ্ধতার কারণে
কিন্তু যেখানে রক্তের সম্পর্ক নেই
নেই কোন বৈবাহিক সম্পর্কের চিরহরিৎ বন্ধন
সেখানে পারস্পরিক হৃদ্যতা, বোঝাপড়া অত্যন্ত জরুরি
সেখানে দরকার আকাশ-মাটির মিতালি ইচ্ছে
চর পড়া স্রোতস্বিনী যেভাবে গতি হারায়
পরিচর্যাহীন সম্পর্কের চড়ায় সেভাবে গতি হারায় ভালোবাসা
চেহারা দাঁড়ায় পত্র পল্লবহীন বৃক্ষের মতো রুক্ষ
কারণে অকারণে হয় ভুল বুঝাবুঝি
তাই বলে সম্পর্ক টিকিয়ে রাখার দায় কারো একার নয়; দুজনেরই--
ইগো আর অভিমানের পাহাড় ডিঙিয়ে পৌঁছাতে হয় শান্তির বন্দরে
অন্যথায় পরিচর্যাহীন চারা গাছের মতো একদিন মরে যায় সে ভালোবাসা
দুজনেই থাকে ভুল অভিমান ও ইগোর খাঁচায় বন্দী
২৪/০৩/২০২২ ইং