আমার এ দেশ নানা ধর্মের, নানা বর্ণের, হরেক রকম ভাষার বৈচিত্র্যময় দেশ
নদী-নালা পাহাড়-পর্বত, সাগর প্রভৃতি বৈচিত্রের অপরূপ সমন্বয়
এত বৈচিত্র্যের সমাহার নেই পৃথিবীর কোন দেশে
এ দেশের বনে-জঙ্গলে যেমন আছে বাঘ-সিংহ-হায়না
আকাশে উড়ে বেড়ায় পচা মাংসাশী শকুন
ঠিক তেমনি সমাজেও ঘুরে বেড়ায় পচা মাংসাশী শকুন
রক্তপিয়াসী হায়নার মতো কিছু কুশিক্ষিত ধান্দাবাজ
পরশ্রীকাতর, ভিক্ষাজীবী রাজনীতিবিদ
বা ধর্মহীন, তাবেদার বুদ্ধিজীবী
ডাক্তারদের সুচিকিৎসায় ভালো হয়ে যায় পচনশীল ঘা
কিন্তু এরা ভালো জায়গা খুঁচিয়ে খুঁচিয়ে তৈরি করে মস্তবড়ো গর্ত
একটি ধর্মীয় সংখ্যালঘু মেয়ের পিছনে ধর্মীয় স্লোগান দেয় কিছু কুলাঙ্গার, অসভ্য ছেলে
মেয়েটিও ধর্মীয় বিশ্বাস এবং সাহসে ভর করে দেয় পাল্টা ধর্মীয় শ্লোগান
তরুণ বয়সী স্কুল-কলেজগামী ছেলেমেয়েদের চপলতায় ঘটতেই পারে এমন
একটু চেষ্টা করলেই এগুলো সামলানো সম্ভব
কিন্তু বাতাসে ছাই উড়িয়ে যারা অন্যের চোখ অন্ধ করতে চায় তারা এখানে সক্রিয়
যারা দিন-রাত আমার ধর্মকে গালাগাল করে
তারাই উসকানি দিয়ে ধর্ম যাওয়ার জিকির তুলে চেষ্টা করছে ঘোলা জলে মাছ শিকার করার
চেষ্টা করছে রাজনৈতিক ফায়দা লাভের
এরা একদিকে অবস্থান নেয় ধর্মের বিপক্ষে
অন্যদিকে ধর্মকে ব্যবহার ক'রে চেষ্টা করে সুবিধা আদায়ের
নির্বাচন এলেই সাপের মতো এরা বেরিয়ে আসে গর্ত থেকে
এরা বহির্বিশ্বের কাছে কালিমালিপ্ত করে নিজের দেশের ভাবমূর্তি
এরা সবাই দ্বিমুখী ভয়ঙ্কর সাপ
এরা দেশর ও সমাজের শত্রু
১২/০২/২০২২ ইং