শক্ত হাতে রাশ ধরো (চতুষ্পদী-২)
-- জগদীশ চন্দ্র মণ্ডল
পাপ করে সব হাত তুলে কয় দয়াল আমায় মাফ করো,
আমি বলি অন্যায় করলে শাস্তি দিয়ে সাফ করো।
মাফ পেয়ে সব অপরাধী দ্বিগুন বেগে করে পাপ,
দণ্ড দিয়ে দয়াল তুমি শক্ত হাতে রাশ ধরো।
২৩/০৫/২০২২ ইং
শাসক চরিত (চতুষ্পদী - ৩)
--জগদীশ চন্দ্র মণ্ডল
শাসক মশাই সিংহাসনে বসে করে দেশ শাসন,
শাস্তি পাবে দুর্নীতিবাজ, ধর্ষক-খুনি দেয় ভাষণ।
আম-জনতার চামড়া তুলে খাচ্ছে যারা মোহনভোগ,
চোখ চড়কগাছ! সেথায় দেখি শাসক বাবার মূল আসন!
২৩/০৫/২০২২ ইং