জেগে ওঠ রে তরুণ তুর্কি ভাঙ রে ওদের ঘাড়!
দলিত আর নিচু ব'লে টানছে যারা দাঁড়।
বিকলাঙ্গ ভাবনা ওদের, অন্ধ মনের ধুর,
ওদের মেরে সমাজ থেকে দে ক'রে দে দূর!!
ধর্মের নামে ওরা সবাই অন্ধ, বধির কাক!
উচ্চবর্ণ ভেবে স্বয়ং পিটায় স্বার্থের ঢাক!!
সকল মানুষ স্রষ্টার সৃষ্টি, ধর্ম-বর্ণ নয়,
মানব সৃষ্ট ধর্মে-বর্ণে মনুষ্যত্বের ক্ষয়!
নিম্ন বর্ণের কিশোর যদি দেবতাকে ছোঁয়,
তাতে কেন দোষ হবে বল? মন্দির কেন ধোয়?
দেবতা নয় ওদের মতো গণ্ডমূর্খ বদ!
দেবতা কি খায় কখনো অসভ্যতার মদ?
মনটা যাদের ছুঁচোর মতো ছোঁক ছোঁক করা ভাব,
মানুষ তারা কী করে হয়? পশুর মস্ত হাব!
উচ্চবর্ণ নিম্নবর্ণ বলে কিছু হয়?
নিচু মনের মানুষ নিম্ন জানিবে নিশ্চয়।
ওরে তরুণ! ওরে নবীন! ওদের ঘাড়ে ধর,
ওদের সৃষ্ট ধর্ম-বর্ণের অরণ্য সাফ কর!!
ওদের মতো বুনো ষাঁড়ের বনে ফেলে বাজ,
সাম্যবাদী সমাজ সৃষ্টি কর রে তোরা আজ!!
সূর্যের মতো তেজোদীপ্ত তরুণ তুর্কি দল,
তোরাই পারিস হ'তে ওরে দীন-দরদী বল।
তোদের তেজে হিংস্র হায়না হ'তে পারে সাফ!
পাঁকে ডোবা সমাজ থেকে দূর ক'রে দে পাপ!!
২৮/০৯/২০২২ ইং