ইসমাইল চাচার বয়স নব্বই
পেশায় সে আইনজীবী,
এই বয়সে ঘরে আনেন
তরুণী এক বিবি।
চারিদিকে পড়লো ঢি ঢি
মস্ত বড়ো খবর,
হৈ-হুল্লোড়ে ব্যস্ত সবাই
পেয়ে মজা জবর।
চাচার আছে পাঁচটি ছেলে
একটি আছে মেয়ে,
চাচির শোকে অশ্রু ঝরে
নয়ন দুটি বেয়ে।
ভাবলো চাচা বিয়ে করলে
আসবে মনে শান্তি,
তরুণ ভার্যার দাবি পালন
করতে আসে ক্লান্তি।
এই বয়সে বিয়ে করে
শান্তি গেছে উড়ে,
হাজার রকম দুঃখ এখন
পড়ছে আকাশ ফুঁড়ে।
২৫/০১/২০২২ ইং
এই লেখাটা কোন গল্প বা রম্য লেখা নয়; শতভাগ বাস্তব ঘটনার প্রেক্ষিতে লেখা।