বসন্তের আগমনে সুখে ছুটে যাই শিমুলের বনে,
কৃষ্ণচূড়া, শিমুলের রঙ খানিকটা মেখে নেই মনে।
সাগরের ঊর্মিমালা যেন বুকের ভেতরে উঠে দুলে,
হৃদয় গহীনে যার বাস দূর থেকে হাসে চোখ তুলে।
উপসি মনের গাঙে এসে স্বপ্নের সোনার তরী ভিড়ে,
সচেতন হয়ে চেয়ে দেখি- শূন্য খাঁচা, পাখি নেই নীড়ে।
ফাগুনের রঙ ফিকে হয়, মনে জাগে অনন্ত বিস্ময়!
দুদিনের এই খেলাঘর- ফুল নয়; শুধু কাঁটাময়।
স্বার্থান্ধতার বেলাভূমিতে হারায় গহীন ভালোবাসা,
লুটেরা পাখির মতো কেউ লুটে নেয় স্বপ্ন, সাধ, আশা।
দুর্বৃত্ত মনের কাছে হারে শান্তি পিয়াসী পুষ্পিত মন,
অপমৃত্যু হয় ফাগুনের, দুঃখের অনল অনুক্ষণ।
২১/০২/২০২২ ইং