দুই পাগলের মিলন মেলা আমার এ বাংলায়,
চোরকে ব'লে যোগ্য নেতা এক পাগল লাফায়।
বড়ো বড়ো দুর্নীতি আর চৌর্যবৃত্তির হাট,
দেখে না ওই ভণ্ড পণ্ডিত, বেটা মস্ত ভাট!!
দেশের চরম দুর্দিনে আর কু-বুদ্ধি জোগায়,
কাউকে খুশি করার লক্ষ্যে অন্যকে ভোগায়।
আপন স্বার্থ রক্ষা করাই এ পণ্ডিতের কাজ,
তাই তো মন্দ জ্ঞানের ভাণ্ড খুলতে পায় না লাজ!
এমনি ক'রেই দুই পাগলে করছে রে তেলবাজি!
লাভের লোভে চোরের চরণ লেহন করতে রাজি!
বিশেষজ্ঞের ঢাক পিটিয়ে বকছে প্রলাপ ওরা!
বিশ্ব পাজি ওদের গলায় দিচ্ছে ফুলের তোড়া!
আমার গাঁয়ের গগন খুড়ো ওদের চেয়ে যোগ্য!
খানিক পাগল! নগ্ন থাকে!! খায় না সে অভোগ্য!
বিশেষজ্ঞ হয়েও ওরা খায় দেখি সব বিষ্ঠা!
বিস্মিত হই, দেখে ওদের পয়োনালায় নিষ্ঠা!!
রবি ঠাকুর নোবেল পেয়ে করলো দেশকে ধন্য,
নোবেল জয়ী এসব লোকের কাজগুলো জঘন্য!
ভিনদেশী নাগরিক ওরা চায় না দেশের ভালো,
আপন স্বার্থে বুদ্ধি জোগায় মনটা কাজল কালো!
২০/০১/২০২৩ ইং