আদ্দিকালের বেহ্মদৈত্যিরা ভর করেছে বিচারালয়ে
কালো কুচকুচে জোঁকের মতো লেপ্টে আছে গায়ে
একে তো অন্ধ চোখ
তার উপর পরে আছে কালো রোদচশমা
ঠাহর করার উপায় নেই কী ভাবছে ওরা
কার মর্জিমাফিক চলছে ওদের বিচারকার্য
পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে যখন কেউ খড়গ হস্ত
তখন অপর বিচারক বারবার কেটে দিচ্ছে তাঁর ডানা
এ যেন বাচ্চাদের সাপলুডু খেলা
অজগরের মুখে পড়ার সাথে সাথে অবনমিত হয়ে আবার লেজে
কার কল্যাণময় হস্তের আশীর্বাদ ধন্য এইসব বিচারকবৃন্দ
কার পারিতোষিকের কাছে বিক্রি হয়েছে ওদের স্বাধীন সত্তা এবং মাথা
মানুষের শেষ আশ্রয়স্থল বিচারালয়
কোন চরিত্রহীন নারী বা পুরুষের কলঙ্কে ডুবে সে একা
কিন্তু স্খলিত বিচার বিভাগের দ্বারা ডুবে যায় সারাদেশ
ইঁদুর বিড়ালের মতো উপদ্রব বাড়ে কুশিক্ষিত এঁদো ডোবার হাভাতে মাস্তানদের
দেশে শুরু হয়ে যায় মাৎস্যন্যায়
বিচারক ও প্রশাসকের ডুবন্ত জাহাজে আমরা সওয়ার
ডুবে যাচ্ছি এঁদো নর্দমায়--
০৬/০৪/২০২২ ইং