দুটি ছেলে ফুটবল খেলে
মোড়ল দেখছে বসে,
কেউ অপরাধ করলে মোড়ল
মারবে থাপ্পড় কষে।
বাস্তবে খুব উল্টো দেখছি
মোড়ল বসে ঠায়,
যে যার মতো মারছে লাথি
তার লাগে না গায়।
পক্ষপাতের বাজায় বাঁশি
অন্যেরা নিশ্চুপ,
মানবতা ডুবছে, যেমন
সূর্য ডোবে টুপ।
আমি তুমি দর্শক যারা
করছি উহু! আহা!!
যার যার পক্ষে দিচ্ছি তালি
সত্যিটা ফেল ডাহা!!
০৭/১১/২০২৩ ইং
বিঃ দ্রঃ হামাস এবং ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে লেখা রূপক কবিতা।